
প্রথমবারের মতো ভোটার হয়েছে মমতাজ বেগমের দুই কন্যা। মারুফা আক্তার (২০) মেরিনা আক্তার (২২)। বাড়ি গোপালগঞ্জ হলেও জীবিকার তাগিদে থাকেন ঢাকায়। সকাল দশটায় আসেন শেরেবাংলা স্কুল এন্ড কলেজে ভোট দেয়ার জন্য।
মমতাজ বেগম বিবার্তাকে বলেন, প্রথমবারের মতো ভোটার হয়েছে মেয়েরা। তাই তাদের নিয়ে এসেছি ভোট দিতে। ভোটার উপস্থিতি কম হওয়ায় নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি আমরা। বলেন আমাদের বাড়ি গোপালগঞ্জ। কোন মার্কায় ভোট দিয়েছি সেটা তো বুঝতেই পারছেন। তবে আমরা চাই দেশের শান্তি বজায় থাকুক।
মারুফা আক্তার (২০) বলেন আমি খুবই এক্সাইটেড। প্রথমবারের মতো ভোট দিতে পেরে দারুণ আনন্দবোধ করছি। আসলাম আমাকে ব্যালট পেপার দিল, আমি পছন্দের প্রতীকে ভোট দিলাম। এক মিনিটও সময় লাগলো না।
মেরিনা আক্তার (২২) বলেন, নাগরিকের অধিকার ভোট দেয়া। আমি আমার অধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত।
বিবার্তা/রুবেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]