
মগবাজার রেলগেট এলাকার বাসিন্দা শহর বানু। ৮১ বছর বয়সী বৃদ্ধা শহর বানু ভোট দিয়েছেন মগবাজার শাহানুরী মডেল হাইস্কুলে ।
জীবনে আর ভোট দেয়ার সুযোগ পায় কিনা তার কোন নিশ্চয়তা নেই। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। তাই শেষ ভোটটা নিতে চান। বাসা থেকে অটো রিকশায় করে আনা হয় কেন্দ্রে।
আনসার সদস্যরা আন্তরিকতার সাথে তাকে নিয়ে যায় বুথে। ব্যালটের ভোট। পছন্দের প্রতীকে দিলেন ভোট। ভোট দেয়া শেষে তাকে গাড়িতে উঠিয়ে দেন আনসার সদস্যরা।
শহর বানু বিবার্তার প্রতিবেদককে জানান, আর ভোট দিতে পারি কিনা পারি তার তো কোন নিশ্চয়তা নাই। তাই শেষ ভোটটা দিয়ে গেলাম। বেঁচে থাকলেও পরেরবার আসতে পারবো কিনা জানি না।
ভোট দিতে পেরে বেশ খুশি তিনি। বললেন, বেশি সময় লাগেনি। এক মিনিটের মধ্যেই তিনি তার ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে।
শহরের মডেল স্কুল এন্ড কলেজের প্রিজাইডিং অফিসার খন্দকার মনিরুজ্জামান বলেন, বয়স্কদের ভোট দেয়ার বিষয়ে তারা সহযোগিতা করছেন। আনসার এবং পুলিশ সদস্যরা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছেন বলেও জানান তিনি।
বিবার্তা/রুবেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]