
ভোটের সুন্দর পরিবেশে সবাই খুশি বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, ভোটাররা নির্বিঘ্নে, নির্দ্বিধায় ভোটকেন্দ্রে আসতে পারে এবং ভোট প্রদান করতে পারে।
রবিবার (৭ জানুয়ারি) সকালে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ইসি আহসান হাবিব বলেন, সকাল থেকে বেশ কয়েকটা কেন্দ্র ঘুরেছি। যার পরিবেশ ছিল অভূতপূর্ব। খুবই সুন্দর পরিবেশ বিরাজ করছে যাতে ভোটাররা নির্বিঘ্নে, নির্দ্বিধায় ভোটকেন্দ্রে আসতে পারে এবং ভোট প্রদান করতে পারে।
তিনি বলেন, আমি পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেছি, প্রিজাইডিং অফিসারদের সঙ্গেও কথা বলেছি। এত । তারা ভাবছে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেটা অতীতে কেউ দেখেনি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]