
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশ কয়েকদিন আগে থেকেই নির্বাচন কমিশন সচিবালয় ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। ভোটের দিন রবিবার (৭ জানুয়ারি) এই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। অনুমোদিত লোকজন ছাড়া কাউকে কমিশন ভবনের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, কমিশনের চারিদিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে।
গত কয়েকদিন আশপাশের বাসিন্দাদেরও নাম-পরিচয় দিয়ে ঢুকতে হচ্ছে।
ভোটের দিন সকালে সরেজমিনে দেখা গেছে, আইডিবির পয়েন্ট থেকে কাউকে নির্বাচন কমিশনের দিকে যেতে দিচ্ছে না পুলিশ। এমনকি গণমাধ্যমকর্মীদেরও ইসি ভবনের দক্ষিণ দিকের সড়ক ব্যবহারের সুযোগ মিলছে।
অন্যদিনের তুলনায় ইসি ভবনের পূর্ব দিকের (আইডিবি ভবনের দিকের) ব্যারিকেডের কাছে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।
অন্যদিকে আগারগাঁওয়ের মূল সড়কের দিকের চেকপোস্টেও অন্যদিনের তুলনায় পুলিশের উপস্থিতি বেশি আছে।
পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরাও সক্রিয় আছে ইসি ভবনের আশপাশের এলাকায়।
এদিকে নির্বাচন কমিশন নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের জন্য কয়েক স্তরের কার্ডের ব্যবস্থা করেছে। নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আলাদা কার্ড। ফলাফল ঘোষণার অনুষ্ঠানে অংশ নিতে হলেও নিতে হয়েছে আলাদা কার্ড।
নির্বাচন কমিশনের কার্ডের বাইরে কোনো গণমাধ্যমকর্মীর প্রবেশের সুযোগ নেই।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]