সামনে আরও কাজ আছে, আবার সরকার গঠন করব : প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪
সামনে আরও কাজ আছে, আবার সরকার গঠন করব : প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উৎসবমুখর পরিবেশে সারাদেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টার পর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এসময় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারছি সে জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা বিপত্তি ছিল, নির্বাচনটা যে জরুরি, ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পেরেছি। আমাদের সামনে আরও কাজ আছে। নৌকা মার্কার জয় লাভ হবে। আবার আমরা সরকার গঠন করে দেশের উন্নতি করতে পারবো।


আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি একটা সন্ত্রাসী দল, তারা বাসে, ট্রেনে, ভোটকেন্দ্রে আগুন দেয়। সে কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।


আপনার সবাই ভোটকেন্দ্রে আসবেন, এই ভোটের জন্য আমাকে জেল-জুলুম সহ্য করতে হয়েছে। নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।


প্রধানমন্ত্রীর সঙ্গে একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তার ছোট বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।


বিবার্ত/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com