
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে পার্বত্য এলাকায় সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট জনবল পাঠানো হয়েছে।
‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার অংশ হিসেবে ৫ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি এমআই-১৭ এবং ২টি বেল-২১২ হেলিকপ্টারযোগে মোট ১৯টি মিশনে বরকল, লক্ষ্মীছড়ি আলীকদম, মারিশা, ধানচি, যক্ষাবাজার, রোয়াংছড়ি, বিলাইছড়ি, রুমাসহ অন্যান্য দুর্গম পাহাড়ি অঞ্চলের ১১০টি পয়েন্টে প্রিসাইডিং অফিসার, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বমোট ৫২৪ জন সদস্য এবং ৪৬৬০ কেজি নির্বাচনি মালামাল ও ব্যালটবাক্স পরিবহন করা হয়েছে।
৬ জানুয়ারি অনুরূপভাবে হেলি সটির মাধ্যমে অবশিষ্ট ভোটকেন্দ্র সমূহে প্রিসাইডিং অফিসার, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ব্যালটবাক্স এবং প্রয়োজনীয় সরঞ্জামসমূহ পরিবহন অপারেশন পরিচালনা করা হয়েছে এবং আগামী ৮, জানুয়ারি সদস্যরা এবং নির্বাচনি সরঞ্জামসমূহ প্রত্যাহারের অপারেশন পরিচালনা করা হবে। পাশাপাশি, বিমান বাহিনী আকাশ থেকে সক্রিয় নজরদারি চলমান রয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]