রামুর বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের ঘটনায় বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিবাদ
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫০
রামুর বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের ঘটনায় বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিবাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের রামুর চেরাংঘাটা এলাকায় রাখাইন সম্প্রদায়ের উসাইচেন (বড় ক্যাং) বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বৌদ্ধ বিহারের সিঁড়িতে এই আগুনের ঘটনা ঘটে।


এ ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপতৎপরতা বলে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন শনিবার ( ৬ জানুয়ারি) এক বিবৃতিতে নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন।


সংগঠনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের বলেছেন, নির্বাচনের আগে সংখ্যালঘু বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভয় দেখানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।


আগুনে দেড়শো বছরের পুরনো এ বৌদ্ধ বিহারটির কাঠের তৈরি সিঁড়ি সম্পূর্ণ পুড়ে যায়।


তবে উসাইচেন (বড় ক্যাং) বৌদ্ধ বিহারের সাবেক সভাপতি ও স্থানীয় বাসিন্দা অংথুইমং জানান, শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে বিহারে আগুন লেগেছে বলে জানান ভান্তে (বিহার অধ্যক্ষ)। বিহারের পাশেই আমার বাড়ি। সাথে সাথে বিহারে এসে আগুন নেভাতে চেষ্টা করি। প্রতিবেশিরাও এগিয়ে আসায় আগুন নেভাতে সক্ষম হই। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ছুটে আসে। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।


স্থানীয় মেম্বার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুছ জানান, রাত ২টা ৬ মিনিটে মাস্ক পরা এক লোক পশ্চিম পাশের দেয়াল ডিঙিয়ে বিহারে প্রবেশ করতে দেখা গেছে। এই লোকটাই বিহারে আগুন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।


রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা এখনও নিশ্চিত না। বৌদ্ধ বিহারসহ আশাপাশের সব সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনা তদন্ত করা হচ্ছে।


আগুন সূত্রপাতের পর রাত থেকে বিজিবি, পুলিশ, র্যা ব মন্দিরে নিরাপত্তা জোরদার করেছে। ইতিমধ্যে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা মন্দির পরিদর্শন করেছেন। এটি নাশকতা বা কোন কারণে এ ঘটনা ঘটেছে খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী।


প্রসঙ্গত, ২০১২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার অভিযোগ তুলে কক্সবাজারের রামুর বৌদ্ধবিহার ও বৌদ্ধ সম্প্রদায়ের বসতিতে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শত বছরের অসাম্প্রদায়িক চেতনায় বড় ধরনের ফাটলের সৃষ্টি করেছিলো দুর্বৃত্তরা। এই ঘটনার ১২ বছর পর ফের বৌদ্ধ বিহারে আগুন দেয়ার চেষ্টা করেছে ‘দুর্বৃত্তরা’।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com