
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজদের খুঁজতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভিড় করছেন স্বজনেরা।
৬ জানুয়ারি, শনিবার সকাল থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেখা যায় নিখোঁজ তিন যাত্রীর স্বজনকে। রাজবাড়ী থেকে শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বেনাপোল এক্সপ্রেসে উঠেন চন্দ্রিমা চৌধুরী ও এলিনা। তারা দুজনই নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রয়েছেন রাজধানীর ওয়ারীর নাতাশা জেসমিনও।
নাতাশা জেসমিনের ভাই খুরশিদ বলেন, আমার বোন একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। বন্ধুদের সঙ্গে ফরিদপুর ঘুরতে গিয়েছিল। ঢাকায় আসার জন্য ভাঙ্গা থেকে ট্রেনে উঠে। তার সঙ্গে আরও দুজন ছিল। আগুন লাগার পর তারা বের হলেও আমার বোন বের হতে পারেননি। তাকে খুঁজেও পাচ্ছি না। মর্গে খুঁজেছি সেখানেও নেই।
নিখোঁজ চন্দ্রিমার ভাই অনিন্দ্য প্রামাণিক বলেন, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে বেনাপোল এক্সপ্রেসে উঠে চন্দ্রিমা। এরপর বেশ কয়েকবার পরিবারের সঙ্গে কথা হয়। অগ্নিকাণ্ডের পর থেকে তার ফোন নম্বরে কয়েকবার কল করা হলে ব্যস্ত পাওয়া যায়। এরপর থেকে ফোনটি বন্ধ আছে, খোঁজও পাওয়া যাচ্ছে না।
অনিন্দ্য জানান, চন্দ্রিমা রাজধানীর ফার্মগেট এলাকায় তার বড় ভাইয়ের বাসায় থাকতেন। গতকাল রাত থেকে ঢাকা মেডিকেল হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল ও মুগদা মেডিকেল হাসপাতালসহ আশপাশের সব হাসপাতালে আমরা খোঁজ নিয়েছি। হাসপাতালের মর্গে গিয়েও তার খোঁজ পাইনি। পাগলের মতো আমরা তাকে খুঁজছি।
এলিনার ভাই বলেন, আমার বোনের বয়স চল্লিশ বছর। সঙ্গে বাচ্চা ছিল, তাকে পেয়েছি। কিন্তু আমার বোনকে খুঁজে পাচ্ছি না।
এদিকে ৬ জানুয়ারি, শনিবার সকালে সংবাদ সম্মেলনে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বায়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে।
প্রসঙ্গত, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের ৫টি বগিতে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]