
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৬ জানুযারি, শনিবার চার হাজার কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অশোক কুমার দেবনাথ বলেন, ‘শুক্রবার সকাল ৮টার পর থেকে প্রচারণা শেষ হয়েছে। আমাদের যে প্রস্তুতি সেটা যথাযথভাবে আছে। ৬ জানুয়ারি (শনিবার) থেকে নির্বাচনি মালামাল সব কেন্দ্রে যাবে। শনিবার ৪ হাজার কেন্দ্রে ব্যালট পেপার চলে যাবে, আর বাকি কেন্দ্রে যাবে নির্বাচনের দিন সকালে।’
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]