১৫টি রত্ন তুলে দিলাম, তারা আপনাদের সেবা করবে: প্রধানমন্ত্রী
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১৮:২১
১৫টি রত্ন তুলে দিলাম, তারা আপনাদের সেবা করবে: প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মহানগরীতে ১৫টি আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়া ১৫ প্রার্থীকে ‘রত্ন’ হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রার্থীদের পরিচিত করিয়ে দেওয়ার সময় ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেছেন, ১৫টি রত্ন আপনাদের হাতে তুলে দিলাম, তারা আপনাদের সেবা করবে।


১ জানুয়ারি, সোমবার বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ সময় তিনি ৭ জানুয়ারি সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান।


ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ১৫ জন প্রার্থীকে জনতার কাছে পরিচিত করিয়ে দেন। বলেন, ‘আমি ১৫টি রত্ন আপনাদের হাতে তুলে দিলাম। এরা আপনাদের সেবা করবে, ঢাকাবাসীর সেবা করবে।’


এসব আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন-
ঢাকা-২ আসনে মো. কামরুল ইসলাম,
ঢাকা-৪ আসনে সানজিদা খানম,
ঢাকা-৫ আসনে হারুনুর রশিদ মুন্না,
ঢাকা-৬ আসনে সাঈদ খোকন,
ঢাকা-৭ আসনে সোলায়মান সেলিম,
ঢাকা-৮ আসনে আ ফ ম বাহাউদ্দীন নাছিম,
ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী,
ঢাকা-১০ আসনে ফেরদৌস আহমেদ,
ঢাকা-১১ আসনে ওয়াকিল উদ্দিন,
ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খান কামাল,
ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক,
ঢাকা-১৪ আসনে মো. মাইনুল হোসেন খান কামাল,
ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদার,
ঢাকা-১৬ আসনে ইলিয়াস মোল্লা এবং
ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাত।


নৌকাকে আবারও নূহ নবীর নৌকা আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, ‘এই নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা। মহাপ্লাবনে মানবজাতিকে রক্ষা করেছিল। এই নৌকাই মানুষকে উন্নতি দেয়। এই নৌকাই মানুষকে নিশ্চিত জীবন দেয়, শান্তি দেয়, সমৃদ্ধি দেওয়৷’


প্রধানমন্ত্রী বলেন, ‘এই নৌকাই ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়ে আজকে বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ।’


আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আগামীতে নৌকায় ভোট দেবেন, ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপের জন্যই এই নির্বাচন।’


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com