নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ কার্যক্রম: ডিএমপি কমিশনার
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১৯:৪৭
নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ কার্যক্রম: ডিএমপি কমিশনার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ বিশেষ কার্যাক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান।


৮ অক্টোবর, রবিবার ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ‘উগ্রবাদ নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের তিনি একথা বলেন। এতে শতাধিক ক্রাইম রিপোর্টার অংশ নেন।


সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার পুলিশের রুটিন ওয়ার্ক। পুলিশ সকল ইউনিট অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সবসময়ই তৎপর থাকে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ব্যবহার দেখা দিলে তার জন্য বিশেষ কার্যক্রম পরিচালনা করবে পুলিশ।


পুলিশের এই অতিরিক্ত আইজি ও কমিশনার বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে উগ্রবাদীদের বিভিন্ন গ্রুপ যারা আছে তারা সক্রিয় হয়ে উঠলে তাদের প্রতিহত করার মতো স্বক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে।


ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান।


তিনি বলেন, প্রাচীনকাল থেকেই বিভিন্ন গোষ্ঠী ও সমাজে দেখা যায়। বর্তমানে এই ধর্মীয় উগ্রবাদ দেখা যায়। উগ্রবাদ বা জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয় বরং নিয়ন্ত্রণে রাখা সম্ভব। উগ্রবাদ নিয়ন্ত্রণে সিটিটিসি সক্ষমতার পরিচয় দিয়েছে। আমরা জঙ্গিবাদ বিষয়ে এখন অনেকখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি।


তিনি আরো বলেন, অতীতে দেখা গেছে ভারতীয় উপমহাদেশের মানুষ ঈদ, পূজা পার্বণ, বড়দিন, বৌদ্দ পূর্ণিমা সকল ধর্মের মানুষ মিলে মিশে করতো। ১৯৪৭ সালে ধর্মীয় সংখ্যা ঘরিষ্ঠতার ভিত্তিতে দেশ ভাগ হলেও মানুষের ধর্মীয় সম্প্রীতিতে কোনো প্রভাব পড়েনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সকল ধর্মের মানুষকে নিয়ে বাঙ্গালী জাতীয়তাবাদ গড়ে তোলেন। এই বাঙালি জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে দেশ স্বাধীন হয়েছে; ৭২-এর সংবিধান হয়েছে। কিন্তু বিভিন্ন সময় স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থে ধর্মকে ব্যবহার করেছে। ধর্মীয় উগ্রবাদ উস্কে দিয়েছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান বলেন, উগ্রবাদী তৎপরতা দেশে নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ। গত তিন বছরে দেশে কোন জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবিদেনও উগ্রবাদী তৎপরতা নিয়ন্ত্রণে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।


কর্মশালায় উপস্থিত ছিলেন, সিটিটিসির যুগ্ম কমিশনার মো. কামরুজ্জামান, ক্র্যাব সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক সভাপতি ইশারফ হোসেন ইশা, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, আলাউদ্দিন আরিফ, ক্র্যাবের যুগ্ম সম্পাদক রুদ্র মিজান, সাংগঠনিক সম্পাদক বকুল আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ইসমাইল হোসাঈন ইমু, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, এনামুল কবীর রূপম প্রমুখ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com