রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করা কমিশনের কাজ নয়: ইসি রাশেদা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৮
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করা কমিশনের কাজ নয়: ইসি রাশেদা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করার কাজ কমিশনের নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন সংবিধান অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। রাজনৈতিক সমঝোতা বড় কথা নয়। যে দল আসবে আমরা তাদের নিয়েই নির্বাচন করবো। সে অনুযায়ী এগিয়ে যাচ্ছি।


৮ অক্টোবর, রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকবেন কিনা এর উত্তরে তিনি বলেন, সংলাপের কোনো উদ্যোগ হয়নি। কখন কীভাবে সংলাপ করবো, যখন হবে তখন দেখা যাবে। আস্থার জায়গা নিয়ে আমরা কাজ করছি। আমরা কাউকে একটা আম খেতে দিলাম, তখন কেউ যদি বলে আমে বিষ আছে খাবো না, তখন তাকে কীভাবে আস্থায় আনবো। কীভাবে বোঝাবো আমে বিষ নেই। উনারাদেরও (নির্বাচন বর্জনকারী) আস্থা ও মানসিকতার উন্নয়ন করতে হবে।


সরকার সুষ্ঠু নির্বাচন চায় দাবি করে এই নির্বাচন কমিশনার বলেন, আমাদের একটা অবস্থান আছে, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবো। এটা আমাদের অঙ্গীকার। যেহেতু আমরা শপথ নিয়েছি ভালো নির্বাচনই করবো। আমরা অত্যন্ত নিষ্ঠাবান যে ভালো নির্বাচন করবো। এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই। দেখেন এ পর্যন্ত আমরা যতগুলো নির্বাচন করেছি কোথাও কোনো ব্যত্যয় করছি? কোনো আইন ভঙ্গ করছি? আমরা ভালো নির্বাচন করার চেষ্টায় আছি। আমরা চাই একটা ভালো নির্বাচন হোক। এজন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com