আগামীকাল কানাডাতেই কবি আসাদ চৌধুরীর ‌দাফন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ২২:২৭
আগামীকাল কানাডাতেই কবি আসাদ চৌধুরীর ‌দাফন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামীকাল কানাডায় সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরীর নামাজে জানাজা ও দাফন হবে।


শুক্রবার বাদ জুমা টরন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হবে জানাজা। এরপর কবির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের অভ্যন্তরে আধা ঘণ্টা রাখা হবে। পরে কবিকে পিকারিং ডাফিন মেডোজের কবরস্থানে দাফন করা হবে।


এর আগে আসাদ চৌধুরী কানাডার অশোয়া শহরের লে’ক রিজ হাসপাতালে ৫ অক্টোবর, বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


আসাদ চৌধুরীর জন্ম ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি। কবি হিসেবেই তিনি সুপরিচিত। তবে, কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অনুবাদকর্মও সম্পাদন করেছেন তিনি। ১৯৮৩ খ্রিষ্টাব্দে তার রচিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়।


কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন। গুণী এই কবির প্রয়াণে গভীরভাবে শোকাহত লেখক, পাঠক ও সাহিত্য প্রেমীরা।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com