‘দুদক নয়, টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়’
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১৩:৫২
‘দুদক নয়, টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, দুদক নয় বরং টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, ব্যবহৃত হচ্ছে। ‘দুদক রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে’-টিআইবির এই বক্তব্যকে ফলস বলেও অভিহিত করেন তিনি।


বৃহস্পতিবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে টিআইবির বক্তব্যের প্রতিক্রিয়ায় খুরশীদ আলম খান এ মন্তব্য করেন।


তিনি বলেন, দুদক কারো বিরুদ্ধে মামলা করে ডকুমেন্টের ভিত্তিতে। নোবেলজয়ী ড. ইউনূসের বক্তব্যে প্রমাণিত হয়েছে দুদক রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। কারণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দুদকের মামলা দায়েরের প্রসঙ্গকে লিগ্যাল ইস্যু বলে অভিহিত করেছেন।


টিআইবি ওয়াচডগের ভূমিকা পালন করে কি না, এমন প্রশ্নে খুরশীদ আলম খান বলেন, আমরা টিআইবিকে ওয়াচডগ মনে করি না। টিআইবি একটা পলিটিক্যাল মোটিভেটেড এনজিও।


এদিন সকালে দুদকের ডাকে কার্যালয়ে হাজির হন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো অপরাধ করিনি, শঙ্কিত কেন হবো, এটা লিগ্যাল বিষয়।


তিনি বলেন, আমাকে ডেকেছে তাই এসেছি। অভিযোগের বিষয়ে আমার কিছু বলার নেই। এটা আইনি বিষয়, আমার আইনজীবী বলবেন।


তবে এটি আনুষ্ঠানিক কোনো বক্তব্য নয় বলে জানান তিনি।


বিবার্তা/রিয়াদ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com