তাইওয়ান ও অরুণাচল প্রদেশও চীনের অংশ!
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ১৭:৫৮
তাইওয়ান ও অরুণাচল প্রদেশও চীনের অংশ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২৩ সালের সংস্করণ অনুযায়ী সোমবার প্রকাশিত চীনের স্ট্যান্ডার্ড মানচিত্রে অরুণাচল প্রদেশ, আকসাই চীন, তাইওয়ান এবং বিতর্কিত দক্ষিণ চায়না সি এলাকাকে নিজ দেশের অংশ বলে দাবি করেছে চীন। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মানচিত্রটি প্রকাশ করা হয়েছে। মানচিত্রের এই সংস্করণে দেখা যাচ্ছে, ভারতীয় ভূখণ্ডের একাধিক অংশ চীনের অন্তর্ভুক্ত।


২৯ আগস্ট, মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।


এর আগে ২০২১ সালেও ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের ১৫টি জায়গা দখল করেছিল বেইজিং। যার মধ্যে আটটি বসতি এলাকা, চারটি পর্বত, দুটি নদী এবং একটি গিরিপথ ছিল। এ ঘটনার পরই ইন্দো-চীন দ্বৈরথের সূত্রপাত হয়।


তারও আগে, ২০১৭ সালের এপ্রিলে একইভাবে ভারতের কয়েকটি স্থানের নাম নিজ দেশের মানচিত্রে যোগ করেছিল চীন।


এদিকে, বরাবরের মতই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। চীনের এই ধরণের পদক্ষেপ তা পরিবর্তন করতে পারবে না।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com