ঢাকার বায়ু আজ সহনীয়
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৯:৫৬
ঢাকার বায়ু আজ সহনীয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বায়ুদূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। অপরদিকে, দূষণমাত্রার তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১৬। শনিবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।


তালিকার শীর্ষে অবস্থান করা ইন্দোনেশিয়ার জাকার্তার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৫৬ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এর স্কোর হচ্ছে ১৩৯ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।


বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। এই শহরের স্কোর হচ্ছে ১৩৪ অর্থাৎ সেখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য সেখানকার বায়ু ক্ষতিকর।


দূষণের তালিকায় ১৬তম স্থানে রয়েছে রাজধানী ঢাকার নাম। দূষণমাত্রায় এর স্কোর হচ্ছে ৯০ অর্থাৎ ঢাকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com