‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশের অতিরিক্ত ব্যয় ৮ বিলিয়ন ডলার’
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৮:০৫
‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশের অতিরিক্ত ব্যয় ৮ বিলিয়ন ডলার’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমদানি ব্যয় মেটাতে বাংলাদেশের ৮ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, জ্বালানিসহ বিভিন্ন আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় এই বাড়তি খরচ হয়েছে।


৮ আগস্ট, মঙ্গলবার বাংলাদেশ এনার্জি সোসাইটি কর্তৃক আয়োজিত ‘জ্বালানি নিরাপত্তায় বঙ্গবন্ধুর দর্শন: অর্জন ও প্রয়োগ’ শীর্ষক এক ওয়েবিনারে এ কথা বলেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন।


তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, একক কোনো জ্বালানির ওপর নির্ভর করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। পরিবেশকে প্রাধান্য দিয়ে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হবে। সৌর বিদ্যুৎ দিয়ে দিনের চাহিদার একটা বড় অংশ পূরণের কথা ভাবছে সরকার।


অন্য বক্তারা বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমদানি নির্ভরতা কমিয়ে দেশি কয়লা গ্যাস উত্তোলন ও অনুসন্ধানে জোর দিতে হবে। এটাই বঙ্গবন্ধুর দর্শন।


ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দীনের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল ইসলাম, সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ, ড. ম. তামিম, পিডিবির সাবেক চেয়ারম্যান এএসএম আলমগীর কবির, এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মকবুল ই ইলাহী, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও জ্বালানি সচিব ড. খায়রুজ্জামান মজুমদার প্রমুখ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com