ডেঙ্গু: একদিনে ভর্তির রেকর্ড ২৭৩১, মৃত্যু আরো ৮
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ২০:৪৯
ডেঙ্গু: একদিনে ভর্তির রেকর্ড ২৭৩১, মৃত্যু আরো ৮
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৩১ জন। এ বছর একদিনে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা এটি। এর আগে গত ২৬ জুলাই ২৬৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


গত একদিনে ভর্তি রোগীর মধ্যে ১৫৪৭ জনই ঢাকার বাইরের জেলায়, ঢাকায় ভর্তি হয়েছেন ১১৮৪ জন।


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের হাসপাতালে ভর্তি রোগী নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হল ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে ৪১ হাজার ১৬০ জনই ভর্তি হন জুলাই মাসের ২৯ দিনে।


গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। তাদের নিয়ে এবছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭ জনে। এদের মধ্যে ২০০ জনের মৃত্যুই হয়েছে চলতি জুলাই মাসে।


বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি আছেন ৯ হাজার ৪১৮ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৫ হাজার ১৪৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪ হাজার ২৭১ জন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com