আইএমএফের ফর্মুলায় রিজার্ভ কমেছে ৬.৪৪ বিলিয়ন ডলার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১৮:৪৩
আইএমএফের ফর্মুলায় রিজার্ভ কমেছে ৬.৪৪ বিলিয়ন ডলার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গাইডলাইন অনুসরণ করে বৈদেশিক মুদ্রা রিজার্ভের হিসাব করেছে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংকের আগের পদ্ধতিতে করা হিসাবের চেয়ে রিজার্ভের পরিমাণ কমেছে প্রায় ৬.৪৪ বিলিয়ন ডলার।


১৩ জুলাই, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা মেনে প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছে।


বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক তথ্যমতে, গতকাল বুধবার (১২ জুলাই) রিজার্ভ ছিল ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। যা আগের পদ্ধতিতে ২৯ দশমিক ৯২ বিলিয়ন ডলার হিসাব করা হয়েছিল।


সংশোধিত এই হিসাব, লেনদেনের ভারসাম্য এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) এর মতো আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এসব মানদণ্ড অনুসরণ করে রিজার্ভ হিসাব করার সময়- সেখান থেকে বিভিন্ন অঙ্গ বাদ রাখতে হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com