আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১৯:২০
আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার বৃহস্পতিবার (১৩জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এদিন সকাল সাড়ে ৯টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।


এদিকে উজরা জেয়ার নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল বুধবার কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সকাল পৌনে ৯টায় কক্সবাজার বিমানবন্দরে নামে প্রতিনিধিদলটি। এসময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান আরআরআরসি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।


পরিদর্শনকালে আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নারী ও শিশুদের মাঝে খাবারসামগ্রী ও ওষুধ বিতরণ করেন।


উল্লেখ্য, উজরা জেয়া চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার পর তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ নিয়ে নতুন মার্কিন ভিসানীতি ঘোষণার পর উজরা জেয়াই যুক্তরাষ্ট্রের কোনও জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফর করছেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com