কর্মকর্তা-কর্মচারীদের সেবার মান বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ২০:৫৮
কর্মকর্তা-কর্মচারীদের সেবার মান বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষা মন্ত্রণালয়ের দফতর-সংস্থা ও প্রতিষ্ঠান পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম-শৃঙ্খলা মেনে সঠিকভাবে দায়িত্ব পালন করে সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৩টি দফতর-সংস্থার সঙ্গে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই এবং শুদ্ধাচার পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।


২৬ জুন, সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ অনুষ্ঠানে দফতর ও সংস্থাগুলোর প্রধান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সকল পর্যায়ে নিয়ম শৃঙ্খলার মধ্যে আসা এবং আগামী বছরটা আমরা কী করবো, কী অর্জন করতে চাই, কতটুকু অর্জন করতে চাই সেগুলো নিয়ে আমরা ভাবছি, ভাববো। সেই পরিকল্পনা করতে হবে।


শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন পরিকল্পনা আছে তার আলোকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করি। সেই লক্ষ্যপূরণে আপনাদের দক্ষতা প্রয়োগ করে কাজ করেন। শুধু পুরস্কার পেয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া নয়, সবাই যেন নিজের সেরাটুকু দিয়ে করা যায় সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি। এবার যারা পিছিয়ে আছেন আগামীতে তারাও ভালো করবেন আশাকরি। শুদ্ধাচার চর্চায় সকলেই মনোযোগী হবো সেই প্রত্যয় যেনও ব্যক্ত করি।


বিবার্তা/রাসেল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com