পোর্ট সুদানে ৬৭৫ বাংলাদেশি, দেশে ফিরবেন জাহাজে
প্রকাশ : ০৫ মে ২০২৩, ০১:০৪
পোর্ট সুদানে ৬৭৫ বাংলাদেশি, দেশে ফিরবেন জাহাজে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে ফেরার উদ্দেশ্যে ৬৭৫ জন প্রবাসী পোর্ট সুদানে পৌঁছেছে। যাদের পাসপোর্ট নেই তাদের ট্র্যাভেল পারমিট সরবরাহ করা হয়েছে। এরপর জাহাজে করে তাদের দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।


তিনি এক ফেসবুক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথম পর্যায়ে নারী, শিশু এবং অসুস্থদের জাহাজে আসনসংখ্যা অনুসারে জেদ্দার উদ্দেশে পাঠানো হবে। বাকিরা পরবর্তী জাহাজে রওনা হবে বলে জানিয়েছেন তিনি।


প্রতিনিয়ত জাহাজ ছাড়ছে। কোনো সমস্যা হবে না বলেও ফেসবুক বার্তায় জানান প্রতিমন্ত্রী। এ সময় সেখানে উপস্থিত সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন তিনি।


প্রতিমন্ত্রী বলেন, 'আমরা লক্ষ করেছি খার্তুম থেকে রওনা হওয়ার সময় থেকে একটি গ্রুপ আমাদের সহযোগিতা না করে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে। আমাদের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের প্রত্যাবর্তনে কাজ করছেন। দয়া করে অসহযোগিতা করা থেকে বিরত থাকবেন। আমাদের কর্মকর্তাদের নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে বাংলাদেশে ফেরার পরে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। কয়েকজনের জন্য সকলের জীবন নিরাপত্তা ঝুঁকিতে আমরা ফেলব না।'


বিবার্তা/এসএ



সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com