প্রথমবার পাবনা যাচ্ছেন নতুন দায়িত্ব নেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
প্রকাশ : ০৪ মে ২০২৩, ০৮:৪৬
প্রথমবার পাবনা যাচ্ছেন নতুন দায়িত্ব নেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো আগামী ১৫ মে চারদিনের সফরে পাবনা যাচ্ছেন নতুন দায়িত্ব নেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 


পাবনার সন্তান মো. সাহাবুদ্দিন চুপ্‌পুর জন্ম ১৯৪৯ সালে। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 


রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন বিবার্তাকে বলেন, এটি রাষ্ট্রপতি হিসেবে পাবনাতে হবে তার প্রথম সফর হবে। এই সফরে মা-বাবার কবর জিয়ারত, নাগরিক সংবর্ধনা গ্রহণসহ আরো কিছু শিডিউলড প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তিনি ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত সফর করবেন।


সফরের প্রথমদিন (১৫মে) পাবনা স্টেডিয়াম হেলিপ্যাড হতে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ ও বিশ্রাম নিয়ে সার্কিট হাউজ হতে পাবনা আরিফপুর কবরস্থানের উদ্দেশ্যে যাত্রা করবেন।


যাত্রাপথে পাবনা জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করবেন। তারপর পাবনা আরিফপুর কবরস্থানে কবর জিয়ারত করবেন। 


পাবনা স্কয়ার বাগান বাড়ী পারিবারিক কবরস্থনে কবরও জিয়ারত করবেন।


বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্নার, বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে  আইনজীবীদের সাথে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।


সফররের দ্বিতীয় দিনে (১৬ মে)  পাবনা এ্যাডওয়ার্ড কলেজ মাঠের নাগরিক সংবর্ধনা গ্রহণ করে পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকগণের সাথে মতবিনিময় করবেন।


১৭ মে পাবনা ডায়াবেটিক সমিতিতে গমন করবেন এবং তাদের  অফিস পরিদর্শন করবেন। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুমু বিনোদন পার্কে গমন ও পরিদর্শন করবেন।


পাবনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাডে উপস্থিতি ও ঢাকার উদ্দেশ্যে যাত্রা বিএএফ বেইজ বাশার, তেজগাঁও হেলিপ্যাডে উপস্থিতি ও বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা


পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করে ঢাকা উদ্দেশ্য রওয়ানা দিবেন পাবনার সন্তান সাহাবুদ্দিন। 


গত ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন। 


এর আগে, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। 


মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাহাবুদ্দিন চুপ্‌পু ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন।


বিবার্তা/সানজিদা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com