জজ হয়ে বিচার বিক্রি করলেই ব্যবস্থা: প্রধান বিচারপতি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ২২:১২
জজ হয়ে বিচার বিক্রি করলেই ব্যবস্থা: প্রধান বিচারপতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যে জজ বিচার বিক্রি করবেন তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।


বুধবার (১২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহে বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি একটা ক্যানসার, আমার হাতে পাঁচটা আঙুল আছে যদি একটি আঙুলে ক্যানসার হয় তাহলে বড় চিকিৎসা হচ্ছে সেটা কেটে ফেলা। যে জজ বিচার বিক্রি করবেন তাকে আঙুল হিসেবে কেটে ফেলতে আমি একটু দ্বিধাদ্বন্দ্ব করবো না। একজন জজ যদি বিচারের মাধ্যমে একজনের সম্পদ অন্যজনের দিয়ে দেন তাহলে তিনি ডাকাতের চেয়েও খারাপ। এমন অন্যায়ের জন্য আমরা যুদ্ধ করিনি। যদি কোনো জজের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।


সভায় ঝিনাইদহ জেলা জজ নাজিমুদৌলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সরকারি কৌঁসলি বিকাশ কুমার ঘোষ, পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য বক্তব্য দেন।


এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন ও গাছের চারা রোপণ করেন প্রধান বিচারপতি।


বিবার্তা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com