রাষ্ট্রপতির সাথে সবুজ আন্দোলন এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ২০:৪১
রাষ্ট্রপতির সাথে সবুজ আন্দোলন এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন প্রতিষ্ঠাকালীন সময় থেকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ের জন্য নিয়মিত সভা—সেমিনার আয়োজন করে দেশে ও বিদেশে জনসমর্থন তৈরির চেষ্টা করা হচ্ছে। এছাড়াও নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি সহ পরিবেশগত সমস্যা সম্পর্কে নিয়মিত কর্মকাণ্ড বাস্তবায়ন করছে সবুজ আন্দোলন।


২ এপ্রিল, রবিবার বাংলাদেশের ২০তম নতুন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার, পরিচালক অধ্যক্ষ নাদিয়া নূর তনু, অভিনেতা উদয় খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসাংগঠনিক সম্পাদক ও এন কবির গ্রুপের চেয়ারম্যান হাজী মোঃ নুরুল কবির, আজাদ ইসলাম, কেন্দ্রীয় নারী পরিষদের যুগ্ম আহ্বায়ক মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার ও কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং ড্রিমওয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম।


সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার, মহামান্য রাষ্ট্রপতিকে সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় মহামান্য রাষ্ট্রপতি দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সার্বিক কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।


বিবার্তা/সোহেল/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com