শিরোনাম
এখনো শঙ্কা কাটেনি দগ্ধ দুই সাংবাদিকের
প্রকাশ : ২৪ জুলাই ২০১৯, ১৪:২৬
এখনো শঙ্কা কাটেনি দগ্ধ দুই সাংবাদিকের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অগ্নিদগ্ধ জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ফজলুল হক শাওন এবং এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন এখনো শঙ্কামুক্ত নন। আগুনে তাদের দুজনেরই শ্বাসনালী ও যকৃৎ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।


বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। এর মধ্যে ফজলুল হক শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ এবং মোস্তফা মনোয়ার সুজনের ১১ শতাংশ দগ্ধ হয়েছে।


দেশের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্পের জাতীয় সমন্বয়ক ও ঢামেক বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার সামন্ত লাল সেন বলেন, দুজনের শারীরিক অবস্থা মোটামুটি। তবে ভালো আছে তা বলা যাবে না। আগুনে দুজনেরই শ্বাসনালী ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা তাদের সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মগবাজারে একটি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তারা দুজন দগ্ধ হন।


সাংবাদিক ফজলুল হক শাওন জানান, সন্ধ্যায় মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যান। সাটার খুলে বৈদ্যুতিক সুইচ দেয়ার সময় দোকানের ভেতর বিস্ফোরণ ঘটে। এ সময় তারা দগ্ধ হন। পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।


ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দুজনের মুখমণ্ডলসহ দুই হাত দগ্ধ হয়েছে।


আরো পড়ুন


রাজধানীর মগবাজারে দুই সাংবাদিক দগ্ধ



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com