
সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তি করায় এসআই মোবারককে উখিয়া থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
১৫ জুলাই, সোমবার কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দায়িত্ব হস্তান্তর করে কক্সবাজার পুলিশ লাইনে রিপোর্ট করতে বলার পাশাপাশি মোবারককে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানান তিনি।
এর আগে এসআই মোবারক রবিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘৫০০ টাকার মামলা দিলে সাংবাদিকরা আব্বা ডাকে’ বলে ফেসবুকে একটি কমেন্টে করেন। এরপর থেকে বিষয়টি নানা সমালোচনার জন্ম দেয়।
এছাড়াও ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তার এক ফেসবুক অনুসারীর করা মন্তব্যের ফিরতি জবাবে মোবারক সাংবাদিক শব্দেরর আগে অশালীন ও দৃষ্টিকটু শব্দ জুড়ে কটুক্তি করেন।
বিবার্তা/ফরহাদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]