
দুদিন আগেই পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারানোর পর বুধবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও জয়ের দেখা পেল টাইগার যুবারা। মুলতানে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটাতে পাকিস্তান যুবাদের ৫ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। ম্যাচের প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪৩ রান করে পাকিস্তান। পাক ওপেনার বাসিত আলি খেলেন ২৫ বলে ৩৬ রানের ইনিংস। এছাড়া ২৮ বলে ২৮ রান করেন হাবিব উল্লাহ।
বাংলাদেশ যুবাদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডানহাতি পেসার তানভীর আহমেদ।এছাড়া ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান। পাকিস্তানের দেওয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দেখে শুনে ব্যাটিং করে টাইগাররা। ওপেনিং জুটি থেকে আসে ৩৮ রান। জিসান আলম ফেরেন ২৪ রানে, এরপর আশিকুর রহমানও ফিরে যান ১৬ রানে। ৫ রান করে রান আউটে কাঁটা পড়েন মোহাম্মদ সোহাগ।
এরপর অধিনায়ক আহরার আমিন দ্রুত ১৩ রান করে ফিরলে চাপে পড়ে টাইগাররা। তবে শিহাব জেমস ও মাহফুজুর রহমানের ব্যাটে ভর করে ৩ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় টাইগার যুবারা। ব্যাট হাতে টাইগার যুবাদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪১ রান করেন শিহাব জেমস। এছাড়া মাহফুজের ব্যাটে থেকে আসে ৩৮ রান।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]