শিরোনাম
তোমার প্রেমের আলো [কবি সৈয়দ শামসুল হক স্মরণে]
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ১১:১৩
তোমার প্রেমের আলো   [কবি সৈয়দ শামসুল হক স্মরণে]
মুহাম্মদ সামাদ
প্রিন্ট অ-অ+

তুমি মাটির প্রেমিক


তুমি জলের প্রেমিক


তুমি নদীর প্রেমিক


তুমি নারীর প্রেমিক


তুমি পাখির প্রেমিক


তুমি গানের প্রেমিক;


তুমি মেঘের প্রেমিক


তুমি বৃষ্টির প্রেমিক


তুমি ভোরের প্রেমিক


তুমি পূর্ণিমা প্রেমিক;


তুমি ধানের প্রেমিক


তুমি পানের প্রেমিক


তুমি তিলের প্রেমিক


তুমি তিসির প্রেমিক;


তুমি গোলাপ প্রেমিক


তুমি বকুল প্রেমিক


তুমি অশোক প্রেমিক


তুমি পলাশ প্রেমিক;


তুমি পথের প্রেমিক


তুমি দ্রোহের প্রেমিক


তুমি মুক্তির প্রেমিক


তুমি বাংলার প্রেমিক;


তুমি আলোর প্রেমিক-


তোমার প্রেমের আলো


আমাকে ভাসায়


আমাকে কাঁদায়


আমাকে ওড়ায়


আমাকে পোড়ায়


তোমার প্রেমের আলো!!


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com