গানে গানে সংগীত সংগঠন সমন্বয় পরিষদের বিজয় দিবস উদ্‌যাপন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৫
গানে গানে সংগীত সংগঠন সমন্বয় পরিষদের বিজয় দিবস উদ্‌যাপন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রবিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত চত্বরে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হয়েছে।


১৬ ডিসেম্বর, শনিবার বিকেল পাঁচটায় অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন শুরু হয় স্বাগত বক্তব্য দিয়ে। স্বাগত বক্তব্য দেন সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সহসভাপতি প্রবীর সরদার।


এরপর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। এ পর্বে সমবেত সংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নির্ঝরিণী একাডেমি, সপ্তরেখা শিল্পীগোষ্ঠী, গীতশতদল, জাগরণ সাংস্কৃতিক চর্চা ও গবেষণাকেন্দ্র এবং বাঁশুরিয়ার শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন নন্দনের নির্ঝর চৌধুরী, ফেরদৌসী কাকলি ও ইরাবতী মন্ডল, সংগীত ভবনের সঞ্চিতা দত্ত, উদীচীর সুরাইয়া পারভীন ও মায়েশা সুলতানা ঊর্বি, নির্ঝরিণীর ঋতিকা বড়ুয়া, বাঁশুরিয়ার আবু বকর সিদ্দিক, সারগামের মনিরা রওনক ও ঐশিকা নদী, নিবেদনের রজত বরণ দত্ত, জাগরণের মাহমুদুল হাসান, লোকাঙ্গনের সৃজিতা সরকার অন্তু ও উদয়ন বসাক। এ ছাড়া একক আবৃত্তি পরিবেশন করেন উদীচীর শিখা সেনগুপ্তা, সিদ্দিকুর রহমান পারভেজ ও শামীমা সুলতানা।


গত শুক্রবার বিকেলে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। ঋষভ সংগীত অঙ্গনের উদ্বোধনী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মোহাম্মদ হান্নান, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক, নারায়ণ চন্দ্র শীল এবং বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি মাহমুদ সেলিম।


আলোচনা সভার পর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা পর্বে সমবেত ও একক সংগীত পরিবেশন করেন সুরনন্দন নজরুল সংগীতচর্চাকেন্দ্র, সারগাম ললিতকলা একাডেমি, লোকাঙ্গন সাংস্কৃতিক অঙ্গন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নিবেদন, জাগরণ, সংগীত ভবন, অভ্যুদয়, নিবেদনের শিল্পীরা। এ ছাড়া একক আবৃত্তি পরিবেশন করেন দেশবরেণ্য বাচিক শিল্পী বেলায়েত হোসেন, শিরীন ইসলাম এবং আহসান উল্লাহ তমাল।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com