শিরোনাম
মুনীর চৌধুরী-মোহাম্মদ জাকারিয়া পদক পাচ্ছেন যারা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১১:৪৪
মুনীর চৌধুরী-মোহাম্মদ জাকারিয়া পদক পাচ্ছেন যারা
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ২০২৩ সালের পদক প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।


সোমবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে থিয়েটার।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন নাট্য নির্দেশক ও গবেষক কামালউদ্দিন নীলু এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পাচ্ছেন তরুণ নির্দেশক বাকার বকুল। আইএফআইসি ব্যাংকের সৌজন্যে এ পদক দু’টির অর্থমূল্য যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৮৯ সাল থেকে বাংলা নাটকে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর একজন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে মুনীর চৌধুরী সম্মাননা এবং ১৯৯৭ সাল থেকে প্রতি বছর একজন তরুণ নাট্যকর্মীকে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক দিয়ে আসছে থিয়েটার।


এ বছরের পদক প্রদান অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com