কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু ৪ ডিসেম্বর
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১২:০০
কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু ৪ ডিসেম্বর
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা। মেলা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কলকাতাস্থ বাংলাদেশ উপহাইমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন সোমবার বিকেলে একথা জানান।


এবার বাংলাদেশ বইমেলার আসর বসছে কলকাতার বইপাড়া হিসেবে পরিচিত কলেজ স্ট্রিট ও কলেজ স্কয়ারজুড়ে। এবারের মেলায় যোগ দিচ্ছে বাংলাদেশের ৭০টি প্রকাশনা সংস্থা।


প্রতিদিন দুপুর ১টায় মেলা শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় মেলার মঞ্চে থাকছে সেমিনার, কবিকন্ঠে আবৃত্তি, গান, নাচ, নাটকসহ নানা আয়োজন। সেই সঙ্গে আয়োজন করা হবে লেখক, পাঠক ও প্রকাশকদের মুখোমুখি আলাপচারিতা।


রঞ্জন সেন প্রথম আলোকে বলেন, এবারের মেলার বিস্তারিত কর্মসূচি দুই–একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।


বইমেলা আয়োজন করছে বাংলাদেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com