
আজ মঙ্গলবার ( ২১ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে "ডেথ অব এ সেলসম্যান"।
থিয়েটারিয়ান প্রযোজনা-"ডেথ অব এ সেলসম্যান"। নাটিকটি রচনা করেছেন আর্থার মিলার, অনুবাদ করেছেন ফতেহ্ লোহানী।
নির্দেশনা দিয়েছেন আশিকুর রহমান লিয়ন এবং নির্দেশনা সহকারী ধীমান চন্দ্র বর্মণ।
শিল্পকলা একাডেমির টিকেট কাউন্টার এ টিকেট পাওয়া যাবে বিকেল ৫ টা থেকে।
অগ্রীম টিকেটের জন্য যোগাযোগ - +8801844926010
ইভেন্ট লিংক- https://facebook.com/events/s/theaterian-presents-death-of-a/1270270870323018/?mibextid=Gg3lNB
https://www.facebook.com/theaterianbd/
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]