দেবদাস হালদারের ছড়া
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:০৭
দেবদাস হালদারের ছড়া
দেবদাস হালদার
প্রিন্ট অ-অ+

তন্ত্রমন্ত্র আর গাছের গুণ



তন্ত্রমন্ত্র আর গাছের গুন
এ সব
কিছু এখনো
কিন্তু এই ধরাতেই আছে;
সিদ্ধ পুরুষে তন্ত্রমন্ত্র আর
গাছের গুণটা
জানতে
পারো কবিরাজের কাছে।


সিদ্ধ পুরুষ হলেই শুধু হতে
পারে
আজ এই
তন্ত্রমন্ত্রে চাহিদা মত কাজ;
অ-সিদ্ধ আর অ-কামেলে
মিলে না কিন্তু
আগের
মত কখনো এটায় ঝাঁজ।


সব গাছের-ই ভিন্ন ভিন্ন
ঔষধি গুন
আছে
আজো এই ধরাতে ঠিক ;
কবিরাজ হলে তা ধরতে
পারে
আর না
হলেই দৌড়ায় দিগ্বিদিক।



রাস্তাঘাটে চলার সময়



রাস্তাঘাটে চলার সময়
কিংবা
কোন
গাড়িতে ওঠার সময়;
মোবাইল ফোনটা কানে
চেপে
অনেক
জনই ধুমসে কথা কয়।


কখনো আবার নামার
সময়
কিংবা
ওই রেল লাইনটা ধরে;
আনমনে সে চলতে
গিয়ে
হোঁটচ
খেয়ে গাড়িচাপা পড়ে।


কেউবা আবার গাউন
সেটে
অঙ্গ
ঢেকে শান্তশিষ্টের মতো;
হেলেদুলে ওই পথ চলতে
হঠাৎ
করেই
কাণ্ড ঘটায় কতো?


ব্যস্ত রাস্তা পার হতে কিন্তু
দেখে না
আজো অনেকেই ডান বাম;
এক নিমিষেই দ্রুত গতির
ওই যান
বাহনে সাইড়া ফালায় কাম!


অনেকজনই আছে যারা
ঠাঁট
দেখাতে বিনা প্রয়োজনে;
গাড়ীতে উঠেই হাই হেলোটা
করে
অনেক ভূয়া কারো সনে।


হেড ফোনটা কানে গুজে
কেউবা
আবার শুনে মজার গান;
এই গানটাই অনেক সময়
কাইড় নেয়
তার তরতাজা ওই প্রাণ।


তাইতো বলি রাস্তা ঘাটে
চলার
সময় ফোনটা বন্ধ রেখে;
গাড়িতে ওঠো কিংবা নামো
ডান বাম
দিক ভালো করেই দেখে।


তবে-ই দেখো রাস্তাঘাটে
দুর্ঘটনার
প্রকোপ কিন্তু
আসবে অনেক কমে;
আয়ু থাকতে ধরবে না
আর কাউকে
তখন
আজরাইল কিংবা যমে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com