'মুক্তিযুদ্ধের অজানা দিক নিয়ে আরও কাজ দরকার'
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭
'মুক্তিযুদ্ধের অজানা দিক নিয়ে আরও কাজ দরকার'
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

মুক্তিযুদ্ধের বহু অজানা দিক নিয়ে এখন কাজ হওয়া প্রয়োজন। তথ্যপ্রবাহের সুযোগ যেমন তরুণেরা ব্যবহার করতে পারেন, তেমনি সাংবাদিকদের দায়িত্ব আছে মুক্তিযুদ্ধকে গুরুত্ব দিয়ে ভিন্নধর্মী প্রতিবেদন প্রকাশ করা। বজলুর রহমান স্মৃতিপদক এ ক্ষেত্রে দায়িত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করেছে।


মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতার ওপর ‘বজলুর রহমান স্মৃতিপদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে আলোচকদের বক্তব্যে উঠে এসেছে এসব কথা।


গতকাল রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয় এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বক্তব্য দেন।


প্রিন্ট মিডিয়ায় যৌথভাবে এ পুরস্কার পান ডেইলি স্টার–এর গবেষক আমিরুল রাজিব ও সমকাল–এর বিশেষ প্রতিনিধি রাজীব নূর। ইলেকট্রনিক মিডিয়ায় পেয়েছেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিব রহমান।


সংসদ উপনেতা ও প্রয়াত বজলুর রহমানের স্ত্রী মতিয়া চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, টেলিভিশন ব্যক্তিত্ব নওয়াজেশ আলী খান, গবেষক এ এস এম সামছুল আরেফিন; ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম, নাট্যজন সারা যাকের প্রমুখ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com