
বাংলা নববর্ষ ১৪৩০ বরণের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। ১৯ মার্চ, রবিবার এ প্রস্তুতিপর্বের উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। প্রস্তুতিপর্বের আয়োজনের মধ্যে ছিল ছবি আঁকা ও ঢাকঢোলের বাদ্য বাজানো।
প্রস্তুতিপর্বের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী বললেন, প্রস্তুতিপর্বের মধ্য দিয়েই মূলত বাংলা বর্ষবরণের উৎসব শুরু হয়ে গেল। অনেকবার এ উৎসবের উদ্বোধন করেছি। প্রতিবারই সেই প্রথম শুরুর আনন্দ ফিরে পাই।
এ বছর মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে নেতৃত্ব দিচ্ছেন চারুকলা অনুষদের ৬৮তম ব্যাচের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে এ আয়োজনে সম্পৃক্ততা থাকলেও চারুকলার শিক্ষার্থীরা চান নিজেদের মতো শিল্পকর্ম তৈরি করে সেসব বিক্রির মাধ্যমে আয়োজন করতে।
বর্ষবরণের প্রস্তুতিপর্বের উদ্বোধনে সবাইকে মুড়ি-মুড়কি-খই-বাতাসা দিয়ে মিষ্টিমুখ করান শিক্ষার্থীরা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]