
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সকাল ৯টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩৮টি বিভিন্ন স্কুল ও একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘ক’ বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণি, ‘খ’ বিভাগে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি, ‘গ’ বিভাগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ৪০০ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দা মাহবুবা করিম ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান চিত্রশিল্পী অভিজিৎ চৌধুরী। চিত্রাঙ্কণ প্রতিযোগীদের ‘ক’ বিভাগে তিনজন, ‘খ’ বিভাগে তিনজন ও ‘গ’ বিভাগে তিনজন সেরা প্রতিযোগির পুরস্কার পায়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশু-কিশোরদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব মোঃ জসীম উদ্দিন।
চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে মো. রেদওয়ান হোসেন প্রথম, আরশি হাসনাত দ্বিতীয়, কাজী হুমায়রা সিদ্দিকা তৃতীয় হন। ‘খ’ বিভাগে উজান মজুমদার প্রথম, হালিমা আক্তার দ্বিতীয়, জয়িতা মজুমদার তৃতীয় হন। ‘গ’ বিভাগে আনিকা সায়ন্তী প্রথম, রায়ান আরিন হাসান দ্বিতীয়, তাসনিম হোসেন তৃতীয় হন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার সার্বিক সমন্বয় করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান ও সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]