নাগরিক উদ্যোগে আয়োজিত বইমেলা
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০৯:০৯
নাগরিক উদ্যোগে আয়োজিত বইমেলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে নাগরিক উদ্যোগে ছয় দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। রবিবার (১২ মার্চ) বিকেল ৫টায় জেলা শহরের আউটার স্টেডিয়াম ও বিজয়স্তম্ভে মেলার উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যিক তৌহিদুর রহমান।


অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেলা কমিটির সদস্যসচিব সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, কথাসাহিত্যিক আবু রায়হান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।


নাগরিক উদ্যোগে আয়োজিত বইমেলা রবিবার (১২ মার্চ) থেকে আগামী শুক্রবার (১৭ মার্চ) পর্যন্ত চলবে। এই মেলায় জেলা ও জেলার বাইরের ৩০টি জনপ্রিয় প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বইমেলার পাশাপাশি থাকছে বিভিন্ন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।


বইমেলা কমিটির সদস্যসচিব সাংবাদিক শফি খান বলেন, কুড়িগ্রাম শহরের বিজয়স্তম্ভের সামনে ছয় দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রথম দিনই পাঠকের বেশ ভালো সাড়া পাওয়া গেছে। আশা করছি সামনের দিনগুলোতে আরও বেশি পাঠকের সমাগম ঘটবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com