মা ও সন্তানের সম্পর্ক, নারীত্ব ও প্রকৃতি নিয়ে শিল্পপ্রদর্শনী 'নারীর গৌরব'
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:১০
মা ও সন্তানের সম্পর্ক, নারীত্ব ও প্রকৃতি নিয়ে শিল্পপ্রদর্শনী 'নারীর গৌরব'
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

শিল্প ও সংস্কৃতি চর্চায় অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস আয়োজন করেছে শিল্পী সিগমা হক অংকনের একক শিল্পপ্রদর্শনী ‘নারীর গৌরব’ (Glory of Women)।


এই প্রদর্শনী চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। প্রদর্শনীর বিষয় হলো মা ও সন্তানের সম্পর্ক, নারীত্ব এবং প্রকৃতি।


বাংলাদেশের সমকালীন ভাস্কর্য শিল্পের চর্চা ও সৃজনে তৎপর তরুণ ভাস্করদের মধ্যে সিগমা হক অংকন অন্যতম। ২০১২ সালে তার প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী হয় ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে। মায়ের রাজ্য ও একাধিক নারীর গল্প করার বিষয়টিকে কেন্দ্র করে অংকন ভাস্কর্য গড়েছেন। এ ছাড়া ছেলেদের ঘুড়ি ওড়ানো ও পাখি নিয়ে খেলা করার সহজাত প্রবণতা অর্থাৎ খেলাধুলাকে উপজীব্য করে তিনি শিশুদের সহজ-সরল জীবন ও ওদের চঞ্চলতাকে মায়ের মমতায় মেলে ধরেছেন।


অবিন্তা গ্যালারি ‘নারীর গৌরব’ শীর্ষক একক প্রদর্শনীতে ভাস্কর্যের পাশাপাশি অংকনের আঁকা বেশকিছু চিত্রকর্ম এখানে প্রদর্শিত হবে। জলরঙে আঁকা এসব কাজে শিল্পী মূলত বাংলাদেশের নিসর্গ সৌন্দর্যকে উপজীব্য করেছেন। ভাস্কর্যের সংখ্যা ৪০ ও জলরঙের চিত্রকর্মের সংখ্যা ২২। সবমিলিয়ে এই প্রদর্শনীতে মোট ৬২টি কাজ প্রদর্শন করা হবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com