শিরোনাম
এখানে
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৬, ১৩:৪৩
এখানে
আনিসুর সুমন
প্রিন্ট অ-অ+
এখানে মানুষ হয়ে জন্মেও

মানুষ হয়ে মরা হয় না।


এখানে মানুষ হয়ে টিকতে চাইলে

পা ভাঙ্গা তেলাপোকার মতো বাঁচতে হয়।


এখানে লাশের দাম ওঠানামা করে

কাঁচা বাজারি সবজির মতোন।


এখানে মুক্তচিন্তা ধুলিস্মাৎ করা হয়

দা-চাপাতির রগরগে থাবায়।


উহারা, তাহারা বুলি আওড়ায়

দোষ-দোষারোপ আর দায় চাপানোর

মহাউল্লাসে,


এখানে মানুষ হয়ে জন্মেও

অমানুষ হয়ে মরতে হয় দিনদুপুরে।

এখানে যা হয় তা,

তা উনাদের চাওয়াতেই হয়।


এখানে মানুষ হয়ে জন্মেও

পশুদের মিছিলে তাল মিলিয়ে

উনোমানুষ বেশে কীটের মতো

খুড়িয়ে খুড়িয়ে চলে- মুখ ফেনিয়ে বলি

এগিয়ে যাচ্ছি-এগিয়ে যাচ্ছে মগের মুল্লুকের

দেশ!!!



‘সুখ-অসুখ কাব্য’


কেউ সুখ খুঁজে সুখে

কেউ খুঁজে দুখে,

কেউ খুঁজে প্রিয়ার বুকে

কেউ ফেসবুকে।


মাতালে সুখ খুঁজে একাকী

রাতের ভুকে,

কোটিপতি কোট পরে

চোরের লুকে।


চাচা মিয়া সুখ খুঁজে

পরস্ত্রীর ঢাকা বুকে,

ছেলে তার হারিয়ে সখি

সুখে দুখে ফুঁকে।


চটির দোকানে কারো মিলে

যায় সুখ,

অনলাইন লিংকে গিয়ে

কেউ বা বিমুখ।


পদ দুখে নেতা খুঁজে

সালাম সালাম,

নেত্রী আবার সব বুঝেও

বুঝে না, আউশ-বালাম।


কেউ সুখ খুঁজে সুখে

কেউ আপন দুখে।


রক্ষক গড়ে ভক্ষক নাম

চোরে করে চুরি,

ব্যর্থ হয়েও চিৎকার হুঙ্কারে

রাষ্ট্রের বাহাদুরি।


সুখ জুটে মিডিয়া-আলয়ে

নতুন ইস্যুই,

এমপির ফাল সাথে গালাগাল

পাবলিক টিস্যুই!


কেউ সুখ খুঁজে সুখে

কেউ তার দুখে……


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com