
বাংলা একাডেমি পুরস্কার-২০২২ ঘোষণা করা হয়েছে।
২৫ জানুয়ারি, বুধবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি সম্মতিক্রমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। একাডেমির জনসংযোগ উপবিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- ফারুক মাহমুদ (কবিতা), তারিক সুজাত (কবিতা), তাপস মজুমদার (কথাসাহিত্য), পারভেজ হোসেন (কথাসাহিত্য), মাসদুজ্জামান (প্রবন্ধ/গবেষণা), আলম খোরশেদ (অনুবাদ), মিলন কান্তি দে (নাটক), ফরিদ আহমদ দুলাল (নাটক), শিশুসাহিত্য (ধ্রুব এষ), মুহাম্মদ শামসুল হক (মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা), সুভাষ সিংহ রায় (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা), মোকাররম হোসেন (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান), ইকতিয়ার চৌধুরী (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী), আব্দুল খালেক (ফোকলর), মুহম্মদ আব্দুল জলিল (ফোকলর)।
বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার (২০২৩) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কার প্রদান করবেন।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]