![](http://www.bbarta24.net/templates/bbarta/images/main-logo.png)
হালকা শাড়ির যুগেও বাঙালি আধুনিকারা আজও বিয়ের দিনের জন্য বেছে নেন বেনারসি শাড়ি। মখমলে জমিতে জরির বুটি, নকশা পাড়। উজ্জ্বল রঙের উপরে সেই বুটি, নকশা রূপ-কথার গল্প বলে। যার টানে সাড়া না দিয়ে পারেন না শৌখিনীরা। কিন্তু বেনারসি শুধু পরলেই তো হল না, তার যত্নও করতে হয়।
একটি বেনারসি এক বার পরার অন্তত বছর চারেক পরে আবার তাতে হাত পড়ে। দ্বিতীয় বার বেনারসি পরার সময় যাতে শাড়ি নষ্ট না হয়ে যায়, তাই যত্নে রাখতে হবে শখের শাড়িখানা।
১। খাঁটি বেনারসি তৈরি হয় রেশম দিয়ে। তাতে থাকে বেনারসের তাঁতিদের বোনা সোনার জল বা রূপোর জল করা জরির সূক্ষ্ম কারুকাজ। শৌখিন ওই শাড়ির যত্নেও তাই দিতে হবে বাড়তি গুরুত্ব। শাড়ি পরার পরে সেটি পাট করে তুলে রাখার আগে শাড়িতে লেগে থাকা ধুলো বা ময়লা নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।
২। শাড়ি হ্যাঙারে ঝোলানোর বদলে পাট করে রাখুন। তবে খুব ছোট ভাঁজে পাট করবেন না। তাতে কাপড় ভাঁজে ভাঁজে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
৩। বর্ষা বা শীতে স্যাঁতসেতে থাকে না এমন জায়গায় শাড়ি রাখুন। প্লাস্টিকের বদলে পাতলা কাপড়ের ব্যাগে বা কাপড়ে মুড়ে রাখতে পারেন বেনারসি।
৪। অতিরিক্ত গরম বা রোদ পড়ে এমন জায়গাতেও বেনারসি রাখা যাবে না।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]