শিরোনাম
কফি-মধুর প্যাক , দেবে ঝলমলে ত্বক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭
কফি-মধুর প্যাক , দেবে ঝলমলে ত্বক
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

অফিস থেকে ফিরেই বন্ধুর বিয়েতে যেতে হবে। শরীর না চললেও বিয়েবাড়িতে যেতে গেলে একটু সাজগোজ করতেই হয়।


শাড়ি না হয় একটা জড়িয়ে নিলেন। কিন্তু ধৈর্য ধরে মেকআপ করার মতো সময় নেই। সালোঁ থেকে সেজে আসতে গেলে আবার বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যেতে পারে।


কিন্তু চটজলদিতে অনুজ্জ্বল, নিষ্প্রভ ত্বকে টান টান ভাব আনবেন কী করে? রূপটান শিল্পীরা বলছেন, বাড়িতে যদি মধু এবং কফি থাকে, তা হলে কেল্লাফতে। দুইয়ের মিশ্রণে ত্বক একেবারে ঝলমলিয়ে উঠবে।


উপকরণ:


মধু: ২ টেবিল চামচ


কফি: ২ চেবিল চামচ


পদ্ধতি:


১) প্রথমে একটি কাচের বাটিতে সম পরিমাণে কফি এবং মধু মিশিয়ে রাখুন।


২) কফির প্যাক মুখে মাখার আগে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন।


৩) এ বার মুখে কফি এবং মধু প্যাক মেখে নিন।


৪) খেয়াল রাখবেন যেন মুখের সর্বত্র সমান ভাবে ছড়িয়ে পড়ে।


৫) দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর, হালকা হাতে মুখে মাসাজ করতে থাকুন।


৬) মিনিট দশেক পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


৭) শুকনো করে মুখ মুছে নিয়ে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজ়ার মেখে ফেলুন।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com