চিরুনী অভিযানের প্রথম দিন গ্রেপ্তার ১৪৯৬ জন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ২২:৫০
চিরুনী অভিযানের প্রথম দিন গ্রেপ্তার ১৪৯৬ জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সারা দেশে চিরুনি অভিযানের প্রথম দিনে ১ হাজার ৪৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


পুলিশ সদর দপ্তর থেকে আজ সোমবার (১৪ জুলাই) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে মোট ১ হাজার ৪৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ২২ জনকে এবং অন্যান্য কারণে গ্রেপ্তার করা হয়েছে ৪৭৪ জনকে।


এই ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, ৬টি গুলি, ২টি ম্যাগাজিন, ৩টি কার্তুজ ও একটি এলজি। সূত্র বলেছে, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।


সচিবালয়ে রোববার আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে চিরুনি অভিযানের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সারা দেশে বিশেষ বা চিরুনি অভিযান শুরু হচ্ছে। অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এই অভিযান পরিচালনা করা হবে। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে বলেও জানান তিনি।


পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, চিরুনি অভিযান কঠোরভাবে পরিচালনার জন্য ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশের প্রধানদের সঙ্গে দু-এক দিনের মধ্যে সভা করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। ওই সভায় কর্মপরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হবে। এরপর অভিযান আরও জোরালো হবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com