গোয়ালন্দের সাবেক মেয়র নজরুল কারাগারে
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১৫:৩৭
গোয়ালন্দের সাবেক মেয়র নজরুল কারাগারে
রাজবাড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলকে (৫০) কারাগারে পাঠিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন।


নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়া গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে।


জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজনের ওপর গুলিবর্ষণসহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় নজরুল ইসলাম মন্ডল এজাহারনামীয় দুই নম্বর আসামি। এ ছাড়াও রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলার তিনি আসামি ছিলেন।


রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মন্ডল হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, নজরুল ইসলাম মন্ডল বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com