
রাজধানীর পল্টন থানার যুবদল নেতা শামিম হত্যা মামলায় নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবদেন করা হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহতদের নাম উল্লেখ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়াও নতুত করে বেশ কয়েকজনকে আসামি করে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সকালে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালত এ আদেশ দেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]