
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে আরিফুল ইসলাম আরিফ নামে এক আসামি পালিয়েছেন। রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা ডাকাতি মামলার আসামি তিনি।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ থেকে আসামি আরিফ পালিয়েছেন বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক জুবায়ের।
তিনি জানান, মামলায় একদিনের রিমান্ড শেষে আসামি আরিফকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১তে হাজির করা হয়।
আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর মধ্যে তিনি আদালত থেকে পালিয়ে যান। আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি।
এদিন আসামির দেখভালের জন্য দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল। দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া পলাতক আসামির বিরুদ্ধে মামলা করা হবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]