রাজধানীর সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাকশ্রমিক নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
১ অক্টোবর, মঙ্গলবার বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
এর আগে, ২০২৩ সালের ৬ এপ্রিল সোহেল রানাকে একবার জামিন দিয়েছিলেন আদালত। তবে মুক্তির আগেই রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারের বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন ১ হাজার ১৩৬ পোশাক শ্রমিক। এ ঘটনায় আরও কয়েক হাজার শ্রমিক আহত হন।
সে সময় বিশ্বজুড়ে তোলপাড় হওয়া বড় ওই দুর্ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে ভবনমালিক সোহেল রানা যশোরের বেনাপোল থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন। পরে সোহেল রানার বিরুদ্ধে মামলাসহ ওই ভবনের বিভিন্ন কারখানার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়।
বিবার্তা/এনএইচ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]