
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে হত্যার ঘটনায় রাজধানীর পৃথক থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি শাহজান খান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকেনতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর মধ্যে সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর শেরেবাংলা নগর থানা ও তেজগাঁও থানার পৃথক দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে শাজাহান খান ও সাদেক খানকে তেজগাঁও থানার আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে তাদের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত পরিবারের পক্ষ থেকে এসব মামলা দায়ের করা হয়েছিল।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]