
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফজলু নামের এক যুবককে হত্যার অভিযোগে রাজধানীর ভাষানটেক থানার মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
২৩ সেপ্টেম্বর, সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই আদেশ দেন।
জানা গেছে, এদিন শ্যামল দত্তকে সাত দিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর গত ১৬ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। ওই দিন হাজার হাজার জনতা বিজয় উদ্যাপন করতে বের হলে ভাসানটেক থানার মিরপুর-১৪ নম্বরে আওয়ামী নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। তাদের ছোড়া গুলিতে যুবক ফজলু নিহত হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১৬৫ জনের বিরুদ্ধে মামলা করেন তার ভাই। এই মামলার আসামি সাংবাদিক শ্যামল দত্ত।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]